যোগেন্দ্রনগর রেলস্টেশন থেকে বিহারের দুই যুবক গ্রেফতার
আগরতলা, ২১ জানুয়ারি (হি.স.) : রাজধানী আগরতলায় যোগেন্দ্রনগর রেলস্টেশন থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ বহিঃরাজ্যের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার কলেজটিলা ফাঁড়ি ও পূর্ব আগরতলা থানার পুলিশের যৌথ অভিযানে এই সাফল্য আসে। জানা গেছে, রেলপথে নেশা দ্রব্
গাঁজা সহ গ্রেফতার দুই


আগরতলা, ২১ জানুয়ারি (হি.স.) : রাজধানী আগরতলায় যোগেন্দ্রনগর রেলস্টেশন থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ বহিঃরাজ্যের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার কলেজটিলা ফাঁড়ি ও পূর্ব আগরতলা থানার পুলিশের যৌথ অভিযানে এই সাফল্য আসে।

জানা গেছে, রেলপথে নেশা দ্রব্য পাচার রুখতে জিআরপি থানা ও স্থানীয় থানাগুলির পক্ষ থেকে বিভিন্ন রেলস্টেশনে কড়া নজরদারি চালানো হচ্ছে। তারই অঙ্গ হিসেবে বুধবার যোগেন্দ্রনগর রেলস্টেশনে কর্তব্যরত ছিলেন কলেজটিলা ফাঁড়ির ওসি এসআই শ্যামল দেবনাথ ও ইন্সপেক্টর বিকাশ দেববর্মা। এসময় স্টেশন চত্বরে লাগেজ হাতে বহিঃরাজ্যের দুই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। পরে তাদের লাগেজ তল্লাশি করে চারটি প্যাকেটে মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গেই পুলিশ ওই দুই যুবককে গ্রেফতার করে।

পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথ জানান, ধৃতরা যোগেন্দ্রনগর রেলস্টেশন থেকে রেলে করে বিহারের পাটনায় যাওয়ার পরিকল্পনা করেছিল। গ্রেফতার হওয়া দু’জনের বাড়ি বিহার। তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande