
রায়পুর, ৩ জানুয়ারি (হি.স.): নকশাল-মুক্ত ভারত অভিযানে ফের সাফল্য মিলল ছত্তিশগড়ে। শনিবার সুকমা এবং বিজাপুর জেলায় এনকাউন্টারে নিহত হয়েছে ১৪ মাওবাদী। সুকমা জেলায় নিহত হয়েছে দুই মাওবাদী এবং বিজাপুরে একসঙ্গে ১২ জন মাওবাদীকে খতম করেছে সুরক্ষা বাহিনী।সুকমা জেলায় এনকাউন্টারে মাংদু নামে এক মাওবাদী-সহ ১২ মাওবাদীর মৃত্যু হয়েছে। অন্যদিকে, বিজাপুরে হুঙ্গা মদকম নামে এক কুখ্যাত মাওবাদী-সহ দুই মাওবাদীর মৃত্যু হয়েছে। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র।
অতিরিক্ত পুলিশ সুপার এবং নকশাল-বিরোধী অভিযানের দায়িত্বে থাকা রোহিত শাহ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সুকমার কিস্তারাম থানা এলাকায় একটি অভিযান চালানো হয়। সংঘর্ষে ১২ জন নকশাল নিহত হয়েছে। নিহতদের মধ্যে কোন্টা এরিয়া কমিটির সদস্য মাংদুও ছিল। ঘটনাস্থল থেকে স্বয়ংক্রিয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ