অন্ডালের কোলিয়ারি সাইডিংয়ে বস্তাবন্দি পচাগলা মৃতদেহ উদ্ধার
দুর্গাপুর, ৩ জানুয়ারি (হি.স.) : অন্ডাল থানার অন্তর্গত ইসিএলের বহুলা কোলিয়ারি কোল সাইডিংয়ে বস্তাবন্দি পচাগলা এক অজ্ঞাতপরিচয় মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে কোলিয়ারি সা
অন্ডালের কোলিয়ারি সাইডিংয়ে বস্তাবন্দি পচাগলা মৃতদেহ উদ্ধার


দুর্গাপুর, ৩ জানুয়ারি (হি.স.) : অন্ডাল থানার অন্তর্গত ইসিএলের বহুলা কোলিয়ারি কোল সাইডিংয়ে বস্তাবন্দি পচাগলা এক অজ্ঞাতপরিচয় মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে কোলিয়ারি সাইডিংয়ে পোকলেনের মাধ্যমে কয়লা লোডিংয়ের কাজ চলছিল। সেই সময় খনি কর্মী দীনেশ রায় সাইডিং এলাকায় একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ করেন। বিষয়টি সহকর্মীদের জানানো হলে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে অন্ডাল থানার বনবহাল ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তা খুলে পচাগলা একটি মৃতদেহ উদ্ধার করে। দীর্ঘদিন পড়ে থাকায় দেহটি শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

মৃত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande