
ঝাড়্গ্রাম, ৩ জানুয়ারি (হি.স.): ঝাড়্গ্রাম জেলার গোপীবল্লভপুর-২ ব্লকের বেলিয়াবেড়া থানার ডাহি গ্রামে শুক্রবার গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে একটি বাড়ি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, উর্মিলা পাতরের বাড়িতে হঠাৎ করেই আগুন লাগে।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করলেও বাড়িটি রক্ষা করা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডে বাড়ির ভেতরে থাকা নগদ টাকা, গুরুত্বপূর্ণ নথিপত্র ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনার খবর পেয়ে ব্লক প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন গোপীবল্লভপুর-২ ব্লকের বিডিও রাহুল বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি শর্বরী অধিকারী ও ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ টিঙ্কু পাল। পরিদর্শনের পর ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়।
তবে কী কারণে আগুনের সূত্রপাত, তা এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর রাতে বেলিয়াবেড়া থানার তাল গ্রামেও অগ্নিকাণ্ডে একটি বাড়ি পুড়ে যায়। ওই ঘটনায় আগুনে পুড়ে মৃত্যু হয়েছিল ৭২ বছর বয়সি মঙ্গল মল্লিকের।
---------------
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো