
আলিপুরদুয়ার, ৩ জানুয়ারি (হি.স.): বিজেপিকে সাপের সঙ্গে তুলনা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট ভাষায় বলে দিলেন, ‘বাড়ির পিছনে সাপ ছেড়ে রাখলে একদিন কামড়াবেই। এবার সব সাপ সাফ করে দিন।’ শনিবার আলিপুরদুয়ারে অভিষেক বলেন, বিজেপি সাপের মতো। আপনি যদি আপনার বাড়ির উঠোনে একটি অথবা আঠারোটি সাপ রাখেন, শেষ পর্যন্ত সেটি আপনাকে ছোবল দেবেই। আসন্ন নির্বাচনে নিশ্চিত করুন, আলিপুরদুয়ারে কোনও সাপ যেন না থাকে। আমি বিজেপির চেয়ে ১০ গুণ বেশি জেদি। আসন্ন নির্বাচনে ইভিএম-এর মাধ্যমে তাদের শিক্ষা দেওয়ার জন্য লাইনে দাঁড়াবেন। যারা সংবিধান পরিবর্তন করতে চায়, তাদের শেষ পর্যন্ত ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ