
আলিপুরদুয়ার, ৩ জানুয়ারি (হি.স.): মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ম্যাজিশিয়ান বলে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘জীবন্ত লোককে মৃত বলে ঘোষণা করে দিয়েছে। ম্যাজিশিয়ান না হলে এরকম করতে পারেন? কালকেই ওই ভূতেদের হাঁটিয়েছিলাম।’
ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। তবে সংসদে এই বিল বিল পাশ করতে দেব না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘সংসদে ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল পাশ করতে দেব না।’
শনিবার আলিপুরদুয়ার থেকে স্পষ্ট ভাষায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ২০২২-এ চা শ্রমিক সম্মেলনে বেশ কয়েকটি কথা দিয়েছিলাম। সব প্রতিশ্রুতি পূরণ হবেই। বিজেপি বাংলা থেকে সাড়ে ৬ লক্ষ কোটি টাকা দিল্লি নিয়ে গিয়েছে বলেও তোপ দাগেন অভিষেক।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ