সৌদি লিগে প্রথম হার আল নাসরের
জেদ্দা, ৩ জানুয়ারি (হি.স.): জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে শুক্রবার রাতে আল আহলির কাছে ৩-২ ব্যবধানে হেরেছে আল নাসর। ইংলিশ ফরোয়ার্ড টোনি ইভানের জোড়া গোল আর মেরিহ দেমিরালের গোলে জয় তুলে নেয় আল আহলি। নাসরের হয়ে গোল দুটি করেন আব্দুল্ল
সৌদি লিগে প্রথম হার আল নাসরের


জেদ্দা, ৩ জানুয়ারি (হি.স.): জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে শুক্রবার রাতে আল আহলির কাছে ৩-২ ব্যবধানে হেরেছে আল নাসর। ইংলিশ ফরোয়ার্ড টোনি ইভানের জোড়া গোল আর মেরিহ দেমিরালের গোলে জয় তুলে নেয় আল আহলি। নাসরের হয়ে গোল দুটি করেন আব্দুল্লাহ আল-আমরি।

পুরো ম্যাচজুড়ে পর্তুগিজ তারকা রোনাল্ডো ছিলেন অনেকটাই নিষ্প্রভ; প্রথমার্ধে একটি লক্ষ্যভ্রষ্ট হেড ছাড়া আর কিছুই করতে পারেননি রোনাল্ডো ।

সব মিলিয়ে সৌদি প্রো লিগের চলতি মৌসুমে ১১ ম্যাচ পর হারের স্বাদ পেলো আল নাসর। আল আহলির বিপক্ষে হারের আগে ১০ জয় ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ছিল ৩১।

এই হারে লিগের শীর্ষস্থান হারানোর শঙ্কায় পড়লো আল নাসর। ৪ জানুয়ারি দামাকের বিপক্ষে জিতলে তাদের হটিয়ে শীর্ষে ওঠার সুযোগ পাবে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলাল।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande