আন্দামান সফরে অমিত শাহ, খতিয়ে দেখলেন গুরুত্বপূর্ণ বিষয়
পোর্টব্লেয়ার, ৩ জানুয়ারি (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদীয় পরামর্শদাতা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে জাতীয় নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা, সাইবার নিরাপত্তা এবং আঞ্চ
অমিত শাহ


পোর্টব্লেয়ার, ৩ জানুয়ারি (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদীয় পরামর্শদাতা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে জাতীয় নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা, সাইবার নিরাপত্তা এবং আঞ্চলিক পরিকাঠামো সম্পর্কিত বিষয়গুলির উপর আলোচনা করা হয়।

সাইবার অপরাধ মোকাবেলার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সমন্বয়, সহযোগিতা, যোগাযোগ এবং সক্ষমতা—এই চারটি বিষয়ের উপর ভিত্তি করে একটি বহুমুখী কৌশলের ওপর জোর দেন। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কৌশলগত গুরুত্ব নিয়েও একটি পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়।এদিন বিকেলে শ্রী বিজয় পুরম, যা পূর্বে পোর্ট ব্লেয়ার নামে পরিচিত ছিল, সেখানকার আইটিএফ গ্রাউন্ডে ন্যায় সংহিতা সম্পর্কিত একটি প্রদর্শনীর উদ্বোধন করেন অমিত শাহ। পরে, তিনি নেতাজি স্টেডিয়ামে বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিন দিনের সফরে গত রাতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এসে পৌঁছেছেন। এক মাসেরও কম সময়ের মধ্যে এটি দ্বীপপুঞ্জে অমিত শাহের দ্বিতীয় সফর।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande