সাবিত্রীবাই ফুলের জীবন সর্বদা দেশ গঠনে আলোকবর্তিকা হয়ে থাকবে : অমিত শাহ
নয়াদিল্লি, ৩ জানুয়ারি (হি.স.): নারী শিক্ষা ও সমাজ সংস্কারের অগ্রদূত সাবিত্রীবাই ফুলের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স মাধ্যমে তিনি সাবিত্রীবাই ফুলে-কে স্মরণ করে লেখেন, সাবিত্রীবাই ফুলের জীবন সর্বদ
অমিত শাহ


নয়াদিল্লি, ৩ জানুয়ারি (হি.স.): নারী শিক্ষা ও সমাজ সংস্কারের অগ্রদূত সাবিত্রীবাই ফুলের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স মাধ্যমে তিনি সাবিত্রীবাই ফুলে-কে স্মরণ করে লেখেন, সাবিত্রীবাই ফুলের জীবন সর্বদা দেশ গঠনে আলোকবর্তিকা হয়ে থাকবে।

অমিত শাহ আরও জানান, সাবিত্রীবাই ফুলে নারীদের শিক্ষার মৌলিক অধিকারের সঙ্গে সংযুক্ত করে নারীর ক্ষমতায়নের এক নতুন দিকনির্দেশনা দিয়েছিলেন। সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করে তিনি দেশের প্রথম বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন এবং সমাজ সংস্কারের চেতনা জাগ্রত করেছিলেন। তাঁর অনুপ্রেরণামূলক জীবন সর্বদা দেশ গঠনে একটি পথপ্রদর্শক আলোকবর্তিকা হয়ে থাকবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande