ঝাড়গ্রাম জেলা বিজেপি কার্যালয়ে তৃণমূল ও সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ১০ জন
ঝাড়গ্রাম, ৩ জানুয়ারি ( হি. স.) : শনিবার ঝাড়গ্রাম জেলা বিজেপি কার্যালয়ে এক রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে তৃণমূল কংগ্রেস ও সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ঝাড়গ্রাম বিধানসভার অন্তর্গত বৈতা অঞ্চলের একাধিক নেতা-কর্মী। বিজেপি সূত্রে জানা গেছে, মোহন চ
যোগদান বিজেপি


ঝাড়গ্রাম, ৩ জানুয়ারি ( হি. স.) : শনিবার ঝাড়গ্রাম জেলা বিজেপি কার্যালয়ে এক রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে তৃণমূল কংগ্রেস ও সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ঝাড়গ্রাম বিধানসভার অন্তর্গত বৈতা অঞ্চলের একাধিক নেতা-কর্মী। বিজেপি সূত্রে জানা গেছে, মোহন চালক, দেবদাস চালক সহ মোট ১০ জন নেতা-কর্মী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বিকশিত ভারত’ গঠনের সংকল্পকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন।এদিন বিজেপি কার্যালয়ে আয়োজিত যোগদান অনুষ্ঠানে দলের জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে নবাগতদের স্বাগত জানান বিজেপি নেতৃত্ব। নবাগত সদস্যরা জানান, বর্তমান রাজ্য সরকারের কাজে তারা অসন্তুষ্ট। উন্নয়ন ও স্বচ্ছ প্রশাসনের লক্ষ্যেই তারা বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেন।বিজেপি নেতৃত্বের বক্তব্য, ঝাড়গ্রাম জেলায় ক্রমশ সংগঠন মজবুত হচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে মানুষ বিজেপিতে আসছেন। তাঁদের দাবি, তৃণমূল ও সিপিআইএমের শাসনে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। সেই কারণেই মানুষ বিকল্প হিসেবে বিজেপির দিকে ঝুঁকছেন।নবাগতদের সঙ্গে কথা বলে বিজেপি নেতৃত্ব জানান, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের যোগদান দলের শক্তি আরও বাড়াবে। ঝাড়গ্রাম বিধানসভা এলাকায় বিজেপির সাংগঠনিক বিস্তার যে জোরদার হচ্ছে, এদিনের যোগদান অনুষ্ঠান তারই ইঙ্গিত বলে মনে করছে রাজনৈতিক মহল।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande