
উত্তরপাড়া, ৩ জানুয়ারি ( হি. স.) : ফের চুরির ঘটনার শিকার হলেন পদ্মশ্রীপ্রাপক প্রখ্যাত সাঁতারু বুলা চৌধুরী। গত ১৫ আগস্ট তাঁর উত্তরপাড়ার বাড়িতে চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও একই বাড়িতে হানা দিল দুষ্কৃতীরা। অভিযোগ, একতলার জানলার গ্রিল কেটে ঘরে ঢুকে দুষ্কৃতীরা ঘর তছনছ করে দেয়। যদিও ঠিক কী কী খোয়া গেছে, তা এখনও স্পষ্ট নয়।শনিবার বুলা চৌধুরী জানান, ভাইয়ের বাড়ির পুজো উপলক্ষে উত্তরপাড়ায় এসে নিজের বাড়িতে ঢুকেই দেখেন ঘরের জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। প্রথমে চোর কোথা থেকে ঢুকেছে বোঝা যায়নি। পরে দেখা যায়, আগেও মেরামত করা জানলার গ্রিল আবার ভেঙে ঢোকা হয়েছে। তাঁর দাবি, পুলিশি পাহারার ব্যবস্থা থাকা সত্ত্বেও কীভাবে এই চুরি হল, তা নিয়ে বড় প্রশ্ন উঠছে।এই নিয়ে চারবার চুরি হওয়ায় আতঙ্ক ও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। বিষয়টি উত্তরপাড়া থানায় জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসিপি (শ্রীরামপুর) অর্ণব ঘোষ জানান, আগের চুরির ঘটনায় ৩০৮টি পদক উদ্ধার করা হয়েছিল এবং বাড়িতে মূল্যবান কিছু না রাখতে অনুরোধ করা হয়েছিল। তবুও কীভাবে ও কখন এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থাও নতুন করে প্রশ্নের মুখে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়