সুচিত্রা মিত্রের প্রয়াণ দিবসে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর
কলকাতা, ৩ জানুয়ারি (হি. স.) : বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্রের প্রয়াণ দিবসে শ্রদ্ধা নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে শনিবার এক বার্তায় তিনি লিখেছেন যে, রবীন্দ্রসঙ্গীতের প্রবাদ প্রতিম শিল্পী স
সুচিত্রা মিত্রের প্রয়াণ দিবসে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর


কলকাতা, ৩ জানুয়ারি (হি. স.) : বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্রের প্রয়াণ দিবসে শ্রদ্ধা নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে শনিবার এক বার্তায় তিনি লিখেছেন যে, রবীন্দ্রসঙ্গীতের প্রবাদ প্রতিম শিল্পী সুচিত্রা মিত্রের প্রয়াণ দিবসে তাঁকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা।

উল্লেখ্য, সুচিত্রা মিত্র (১৯২৪-২০১১), ছিলেন একজন কিংবদন্তী বাঙালি রবীন্দ্রসঙ্গীত শিল্পী, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, যিনি রবীন্দ্র সঙ্গীতকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন তিনি । সেইসঙ্গে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রসঙ্গীত বিভাগের প্রধান ছিলেন। এছাড়াও তিনি - প্রথম মহিলা শেরিফ অফ কলকাতা' (২০১১) হিসেবে ও পরিচিত এবং সঙ্গীত ও সাংস্কৃতিক জগতে তাঁর বলিষ্ঠ কন্ঠ, গভীর পান্ডিত্য ও সক্রিয় সমাজকর্মী হিসেবে বাঙালির অন্তরে ও সঙ্গীত জগতের মণিকোঠায়। তিনি যে বরাবরের মতো শ্রদ্ধার আসরেই ডালি নিয়ে রয়েছেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande