
নয়াদিল্লি, ৩ জানুয়ারি (হি.স.): শীত ও কুয়াশার ঘনঘটা অব্যাহত জাতীয় রাজধানীতে। শনিবার সকালেও কনকনে ঠান্ডায় ঘুম ভেঙেছে জাতীয় রাজধানীর। একইসঙ্গে কুয়াশায় বিঘ্নিত হয়েছে উড়ান পরিষেবা। কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ায় ধীর গতিতে চলাচল করে যানবাহন। শীত ও কুয়াশার মধ্যে দূষণে নাভিশ্বাস জাতীয় রাজধানী। তবে, শনিবার আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে।
এদিন সকালে দিল্লির অনেক স্থানেই বাতাসের গুণগতমানের সূচক ছিল সামান্য মন্দ পর্যায়ে। দূষণে জেরবার দিল্লিতে আবহাওয়ার উন্নতি হচ্ছেই না। এদিন সকালে দিল্লির কয়েকদিন স্থানে বাতসের গুণগতমানের সূচক বা একিউআই ছিল ২৩০-এর ঊর্ধ্বে। যা মন্দ পর্যায়েই পড়ে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ