
হাওড়া, ৩ জানুয়ারি ( হি. স.) : হাওড়া জেলা পরিষদের সহ-সভাধিপতি অজয় ভট্টাচার্যকে শুনানির জন্য তলব করেছিল নির্বাচন কমিশন। শনিবার তিনি সাঁকরাইল বিডিও অফিসে তৈরি শুনানি কেন্দ্রে হাজির হন এবং সমস্ত প্রয়োজনীয় নথিপত্র জমা দেন। শুনানিতে উপস্থিত হয়ে তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং এর পিছনে বিজেপির চক্রান্ত রয়েছে বলে অভিযোগ তোলেন।
অজয় ভট্টাচার্য বলেন, সাঁকরাইল গ্রামেই তাঁর জন্ম ও বেড়ে ওঠা। দীর্ঘদিন ধরে তিনি এখানকারই বাসিন্দা এবং ভোটার। অথচ তাঁকে শুনানির জন্য ডেকে পাঠানো হয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে বয়স্ক ও অসুস্থ মানুষদের হয়রানি করা হচ্ছে, কিন্তু এতে কোনও লাভ হবে না। তিনি আরও জানান, সত্তরের দশকের মাঝামাঝি সময় থেকে তিনি নিয়মিত ভোট দিয়ে আসছেন। ১৯৯৮, ২০০৮, ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বামফ্রন্ট আমলে তিনি জেলা পরিষদের বিরোধী দলনেতা ছিলেন এবং পরপর দুই বার জেলা পরিষদের সহ-সভাধিপতির দায়িত্ব পালন করছেন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়