সংস্কৃতি চক্র পুরস্কার প্রদান উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
বাঁকুড়া, ৩ জানুয়ারি (হি.স.): ভারতীয় সংস্কৃতি চক্রের উদ্যোগে অকাল প্রয়াত সাংবাদিক ও নাট্য ব্যক্তিত্ব জয়ন্ত বরাট এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী জয়দেব বরাটের স্মৃতিতে আয়োজিত জয়ন্ত বরাট স্মৃতি সংস্কৃতি চক্র পুরস্কার ও জয়দেব বরাট স্মৃতি সংস্কৃতি চক্র পুরস্কা
সংস্কৃতি চক্র পুরস্কার প্রদান উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান


বাঁকুড়া, ৩ জানুয়ারি (হি.স.): ভারতীয় সংস্কৃতি চক্রের উদ্যোগে অকাল প্রয়াত সাংবাদিক ও নাট্য ব্যক্তিত্ব জয়ন্ত বরাট এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী জয়দেব বরাটের স্মৃতিতে আয়োজিত জয়ন্ত বরাট স্মৃতি সংস্কৃতি চক্র পুরস্কার ও জয়দেব বরাট স্মৃতি সংস্কৃতি চক্র পুরস্কার এ বছর প্রদান করা হয় বিশিষ্ট গিটার বাদক কিংশুক ভট্টাচার্য এবং যোগ বিশারদ মন্মথ দত্তকে।

সংস্কৃতি জগতে তাঁদের উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মান প্রদান করা হয়। এ উপলক্ষে শনিবার স্থানীয় তাজগঙ্গা অতিথি নিবাসের সভাগৃহে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ভারতীয় সংস্কৃতি চক্রের সভাপতি ডা. জীতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও বাঁকুড়া সদর কেন্দ্রের বিধায়ক নিলাদ্রী দানা। অনুষ্ঠানে শক্তি মায়া সঙ্গীত মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী ও ভারতীয় সংস্কৃতি চক্রের শিল্পীরা অংশগ্রহণ করেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সমবেত রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, ভারতনাট্যম এবং গীতি-আলেখ্য পরিবেশিত হয়, যা দর্শকদের মুগ্ধ করে।

---------------

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande