টাইবুনালের দরকার নেই, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেবেন ডিস্ট্রিক্ট কমিশনাররা : মুখ্যমন্ত্ৰী
গুয়াহাটি, ৩ জানুয়ারি (হি.স.) : নির্দিষ্ট অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ডিস্ট্রিক্ট কমিশনার (জেলাশাসক)-রা সরাসরি অবৈধ অনুপ্রবেশকারীদের দেশ থেকে বিতাড়নের নির্দেশ দিতে পারবেন। এ ক্ষেত্ৰে ফরেনার্স ট্রাইবুনাল-প্রক্রিয়া সম্পূর্ণভাবে এড়িয়ে যেতে পারব
বাইট দিচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা


গুয়াহাটি, ৩ জানুয়ারি (হি.স.) : নির্দিষ্ট অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ডিস্ট্রিক্ট কমিশনার (জেলাশাসক)-রা সরাসরি অবৈধ অনুপ্রবেশকারীদের দেশ থেকে বিতাড়নের নির্দেশ দিতে পারবেন। এ ক্ষেত্ৰে ফরেনার্স ট্রাইবুনাল-প্রক্রিয়া সম্পূর্ণভাবে এড়িয়ে যেতে পারবেন জেলাশাসকরা, ফের ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।

রাজ্যের চলমান উচ্ছেদ অভিযানের ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এই সরলীকৃত প্রক্রিয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ‘অসম সরকার এখন একটি নতুন সুবিধা চালু করেছে। যদি নির্দিষ্ট কোনও অভিযোগ আসে, তবে আর ট্রাইবুনালের প্রয়োজন নেই। ডিস্ট্রিক্ট কমিশনার সরাসরি ব্যবস্থা নিয়ে ২৪ ঘণ্টার মধ্যেই সংশ্লিষ্ট ব্যক্তিকে দেশ থেকে বিতাড়িত করতে পারবেন।’ এ ব্যাপারে তিনি নাগরিকদের আহ্বান জানিয়ে বলেন, এমন কোনও অভিযোগ থাকলে তাঁরা যেন ডিস্ট্রিক্ট কমিশনারদের জানান।

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার বৃহৎ পরিসরে সরকারি ভূমি পুনরুদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত পর্যালোচনাধীন মোট ১২,০০,০০০ বিঘার মধ্যে ১,৬০,০০০ বিঘা জমিতে উচ্ছেদ চালিয়ে পুনরুদ্ধার করা হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, বহু জমি বেদখলমুক্ত করা হয়েছে, এখনও অনেক বাকি। এই প্রক্রিয়া চলতেই থাকবে। তিনি জানান, বর্তমানে হোজাই জেলায় অভিযান চলছে। পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য জেলায় তা সম্প্রসারিত হবে।

সরকারের অবস্থান স্পষ্ট করে মুখ্যমন্ত্রী ড. শর্মা বলেন, উচ্ছেদ অভিযান নিরবচ্ছিন্নভাবে চলবে এবং অবৈধ অনুপ্রবেশকারীদের দ্রুত চিহ্নিত করে বিতাড়িত করা হবে। তিনি এই পদক্ষেপগুলোকে অসমে নিরাপত্তা, সুরক্ষা ও আইনের শাসন নিশ্চিত করার জন্য অত্যাবশ্যক বলে উল্লেখ করেছেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande