
শ্রীভূমি (অসম), ৩ জানুয়ারি (হি.স.) : শ্রীভূমি জেলার ঋণগ্রহীতা নন এমন প্রগতিশীল কৃষকদের কম সুদের হারে কৃষিঋণ গ্রহণের আহ্বান জানিয়েছেন জেলা কৃষি আধিকারিক।
এক বিজ্ঞপ্তি যোগে জেলা কৃষি আধিকারিক জানিয়েছেন, আউস, সাইল, শীতকালীন সবজি, বোরো ধান ও উদ্যান শস্য চাষ করার জন্য জেলা প্রশাসন ও কৃষি বিভাগের উদ্যোগে কৃষকদের নিকটবর্তী ব্যাঙ্ক থেকে সরকার-নির্ধারিত কম সুদের হারে কৃষি ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
এ বিষয়ে শ্রীভূমি জেলা কৃষি আধিকারিকের কার্যালয়, রামকৃষ্ণনগর মহকুমা কৃষি আধিকারিকের কার্যালয় ও কৃষি উন্নয়ন আধিকারিকের সঙ্গে যোগাযোগ করে আগামী ১০ জানুয়ারির মধ্যে আবেদনপত্র সংগ্রহ করে সংশ্লিষ্ট কৃষি কার্যালয়ে জমা করার আহ্বান জানিয়েছেন আধিকারিক। বিস্তারিত বিবরণ সংশ্লিষ্ট কৃষি আধিকারিকদের কার্যালয়ে পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস