মাঘ পূর্ণিমায় হরিদ্বারে গঙ্গার ঘাটে পূণ্যার্থীদের ঢল
হরিদ্বার, ৩ জানুয়ারি (হি.স.) : মাঘ পূর্ণিমা উপলক্ষে শনিবার হরিদ্বারে আস্থার মহাস্রোত লক্ষ্য করা যায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত লক্ষাধিক পুণ্যার্থী হর কি পৌরি ব্রহ্মকুণ্ডসহ গঙ্গার বিভিন্ন ঘাটে পবিত্র স্নান করেন। কনকনে শীত উপেক্ষা করেই গঙ্গায় আস
মাঘ পূর্ণিমায় হরিদ্বারে গঙ্গার ঘাটে পূণ্যার্থীদের ঢল


হরিদ্বার, ৩ জানুয়ারি (হি.স.) : মাঘ পূর্ণিমা উপলক্ষে শনিবার হরিদ্বারে আস্থার মহাস্রোত লক্ষ্য করা যায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত লক্ষাধিক পুণ্যার্থী হর কি পৌরি ব্রহ্মকুণ্ডসহ গঙ্গার বিভিন্ন ঘাটে পবিত্র স্নান করেন। কনকনে শীত উপেক্ষা করেই গঙ্গায় আস্থা ও ভক্তির ডুব দেন তাঁরা।

ভোর থেকেই হরি কি পৌরি ব্রহ্মকুণ্ড ও আশপাশের ঘাটগুলিতে উপচে পড়া ভিড় দেখা যায়। গঙ্গাস্নানের পর পুণ্যার্থীরা দেবদর্শন, দান, শ্রাদ্ধ ও তর্পণ কর্ম সম্পন্ন করেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মাঘ পূর্ণিমায় গঙ্গাস্নান মোক্ষদায়ী এবং এদিন দান-পুণ্য করলে অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ হয়।

তীর্থ পুরোহিতদের মতে, মাঘ পূর্ণিমায় সূর্যের সান্নিধ্যে গঙ্গাস্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এদিন ভগবান নারায়ণের আরাধনা, দান ও তপস্যা পিতৃশান্তি ও কল্যাণ বয়ে আনে বলে বিশ্বাস। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও ব্যবস্থাপনায় নজরদারি রাখা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande