২৫ জানুয়ারি দুর্গাপুর আন্তর্জাতিক ম্যারাথন
কলকাতা, ৩ জানুয়ারি (হি. স.) : এই প্রথম দুর্গাপুরে আন্তর্জাতিক ম্যারাথন, জমকালো স্পোর্টস কার্নিভালে - ২০২৬ এর সূচনা। এবার ভারতের ক্রীড়া মানচিত্রে নতুনভাবে জায়গা করে নিতে চলেছে দুর্গাপুর। লালবাবা রাইস দুর্গাপুর স্পোর্টস কার্নিভাল ২০২৬ - এর অংশ হিস
প্রেস ক্লাব কলকাতায় সাংবাদিক সম্মেলনের দৃশ্য


কলকাতা, ৩ জানুয়ারি (হি. স.) : এই প্রথম দুর্গাপুরে আন্তর্জাতিক ম্যারাথন, জমকালো স্পোর্টস কার্নিভালে - ২০২৬ এর সূচনা। এবার ভারতের ক্রীড়া মানচিত্রে নতুনভাবে জায়গা করে নিতে চলেছে দুর্গাপুর। লালবাবা রাইস দুর্গাপুর স্পোর্টস কার্নিভাল ২০২৬ - এর অংশ হিসেবে চলতি মাসেই অনুষ্ঠিত হতে চলেছে প্রথম দুর্গাপুর ইন্টারন্যাশনাল ম্যারাথন। ‘রান ফর ইউনিটি’ শীর্ষক ম্যারাথনের আয়োজন করা হয়েছে ২৫ জানুয়ারি, রবিবার - আয়োজক দুর্গাপুর ক্লাব সমন্বয়। উদ্যোক্তাদের আশা, দেশ ও বিদেশের বহু দৌড়বিদ ম্যারাথনে অংশগ্রহণ করবেন। ওই

ম্যারাথনে ৪টি বিভাগ রয়েছে - ২১ কিলোমিটার হাফ ম্যারাথন, ১০ কিলোমিটার, ৫ কিলোমিটার এবং ২ কিলোমিটার ফান রান। ২১ ও ১০ কিলোমিটার বিভাগে মোট ৫ লক্ষ টাকার পুরস্কারমূল্য ঘোষণা করা হয়েছে। প্রতিটি নথিভুক্ত দৌড়বিদ পাবেন অফিসিয়াল টি-শার্ট, ফিনিশার মেডেল ও ডিজিটাল টাইমিং সার্টিফিকেট।

এই ম্যারাথন শুধু নয়, স্পোর্টস কার্নিভালে থাকছে ব্যাডমিন্টন, বাস্কেটবল, খো-খো, টেবিল টেনিস, ফুটবল ও ক্রিকেটের মতো একাধিক ইন্ডোর ও আউটডোর প্রতিযোগিতা, পুরুষ ও মহিলা উভয় বিভাগের জন্য। এমনতর উদ্যোগটিকে বরং সমর্থন জানিয়েছে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন। প্রেস ক্লাব, কলকাতায়

সাংবাদিক সম্মেলনে উদ্যোক্তারা জানিয়েছেন যে, প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা বিশিষ্ট ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন ফুটবলার হোসে ব্যারেটো, অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় - সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতির সম্ভাবনা রয়েছে। দুর্গাপুর ক্লাব সমন্বয়ের সভাপতি সন্দীপ দে জানান, এই আয়োজনের মূল লক্ষ্য দুর্গাপুর ও পার্শ্ববর্তী এলাকায় ক্রীড়া সংস্কৃতিকে আরও মজবুত করা এবং তরুণ প্রজন্মকে খেলাধূলার মাধ্যমে শৃঙ্খলা ও উৎকর্ষের পথে এগিয়ে নিয়ে যাওয়া।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande