ইসিআই নেট অ্যাপ সম্পর্কে দেশবাসীর পরামর্শ চাইল নির্বাচন কমিশন
নয়াদিল্লি, ৩ জানুয়ারি (হি.স.): ইসিআই নেট অ্যাপ সম্পর্কে দেশবাসীর পরামর্শ চাইল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন দেশের সমস্ত নাগরিককে ইসিআই নেট অ্যাপটি ডাউনলোড করতে এবং অ্যাপের ‘সাবমিট এ সাজেশন’ ট্যাবটি ব্যবহার করে অ্যাপটির আরও ভালোর জন্য নিজেদের পরামর
ইসিআই নেট অ্যাপ সম্পর্কে দেশবাসীর পরামর্শ চাইল নির্বাচন কমিশন


নয়াদিল্লি, ৩ জানুয়ারি (হি.স.): ইসিআই নেট অ্যাপ সম্পর্কে দেশবাসীর পরামর্শ চাইল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন দেশের সমস্ত নাগরিককে ইসিআই নেট অ্যাপটি ডাউনলোড করতে এবং অ্যাপের ‘সাবমিট এ সাজেশন’ ট্যাবটি ব্যবহার করে অ্যাপটির আরও ভালোর জন্য নিজেদের পরামর্শ জানাতে বলেছে।

দেশবাসী আগামী ১০ জানুয়ারি পর্যন্ত নিজেদের পরামর্শ জানাতে পারবেন। ইসিআই নেট অ্যাপটি জনগণের সামনে আরও সহ করে তুলে ধরার জন্যই জনগণের পরামর্শ চেয়েছে নির্বাচন কমিশন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande