সিকিমে ৩.৯ তীব্রতার ভূমিকম্প, আতঙ্ক ছড়ালো স্থানীয়দের মধ্যে
গ্যাংটক, ৩ জানুয়ারি (হি.স.): ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম। শনিবার ভোর প্রায় ৫.৫৮ মিনিটে সিকিমের সোরেং এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৯। তবে এখনও পর্যন্ত বড় ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি। ন্যা
সিকিমে ৩.৯ তীব্রতার ভূমিকম্প, আতঙ্ক ছড়ালো স্থানীয়দের মধ্যে


গ্যাংটক, ৩ জানুয়ারি (হি.স.): ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম। শনিবার ভোর প্রায় ৫.৫৮ মিনিটে সিকিমের সোরেং এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৯। তবে এখনও পর্যন্ত বড় ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ২৭.২১ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৮.২৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। উৎসস্থল ছিল ভূগর্ভ থেকে প্রায় ৫ কিলোমিটার গভীরে। মাত্র কয়েক সেকেন্ডের জন্যই কম্পন অনুভূত হয় বলে জানা গিয়েছে। কম্পনে আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande