
শিমলা, ৩ জানুয়ারি (হি.স.) : হিমাচল রাজ্যের সব কৃষক ও উদ্যানপালকদের জন্য ফার্মার আইডি তৈরি করা বাধ্যতামূলক করা হয়েছে। শনিবার কৃষি দফতরের সূত্রে জানানো হয়েছে, কেন্দ্র সরকারের এগ্রিস্ট্যাক উদ্যোগের আওতায় ফার্মার রেজিস্ট্রি প্রকল্প বাস্তবায়ন করছে রাজ্য সরকার। এর মাধ্যমে কৃষক ও উদ্যান পালকদের জন্য ইউনিক ফার্মার আইডি প্রস্তুত করা হচ্ছে।
কৃষি ও উদ্যান পালন দফতরের সমন্বয়ে এই কাজ চলছে। ফার্মার আইডি চালু হলে কেন্দ্র ও রাজ্য সরকারের কৃষি, উদ্যানপালন, প্রাকৃতিক চাষ, বীজ, সার, সেচ, ফসল বিমা, পিএম কিসান সম্মান নিধি-সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা সরাসরি ও স্বচ্ছভাবে পাওয়া যাবে।
ফার্মার আইডি তৈরির জন্য আধারভিত্তিক ডিজিটাল প্রমাণীকরণ বাধ্যতামূলক। কৃষকরা নিজেরাই অনলাইনে আবেদন করতে পারবেন। এর জন্য গুগলে Farmer Registry Himachal Pradesh সার্চ করে বা সরাসরি hpfr.agristack.gov.in ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করা যাবে।
অনলাইনে অসুবিধা হলে নিকটবর্তী লোকমিত্র কেন্দ্রে গিয়ে বিনামূল্যে ফার্মার আইডি তৈরি করা যাবে। কৃষি বা উদ্যানপালন দফতরের সঙ্গেও যোগাযোগ করা যেতে পারে। দফতরের তরফে সময়মতো ফার্মার আইডি তৈরি করার জন্য সকল কৃষক ও উদ্যানপালকদের আহ্বান জানানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য