
মুম্বই, ৩ জানুয়ারি (হি.স.) : ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানির প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্ট আন্তর্জাতিক বিনোদন দুনিয়ায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে। বিশ্বখ্যাত ইউনিভার্সাল মিউজিক গ্রুপের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বে যাচ্ছে সংস্থাটি, যা ভারতীয় বিনোদন শিল্পে নতুন সম্ভাবনার দরজা খুলবে বলে মনে করা হচ্ছে।
শনিবার জানা গেছে , এই চুক্তির মাধ্যমে ইউনিভার্সাল মিউজিক গ্রুপ ভারতীয় বাজারে আরও শক্ত অবস্থান গড়তে চাইছে, অন্যদিকে এক্সেল এন্টারটেইনমেন্ট তাদের কনটেন্ট প্রযোজনা ও আন্তর্জাতিক বিস্তার বাড়াতে প্রস্তুত। প্রস্তাবিত চুক্তিতে ইউনিভার্সাল মিউজিক গ্রুপ এক্সেলে সীমিত অংশীদারিত্ব পাবে, তবে সৃজনশীল ও নীতিগত নিয়ন্ত্রণ থাকবে ফরহান আখতার ও রিতেশ সিদ্ধওয়ানির হাতেই।
২৫ বছর পূর্তির বছরে এই আন্তর্জাতিক জোট এক্সেল এন্টারটেইনমেন্টের যাত্রায় নতুন অধ্যায় হিসেবে ধরা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য