
হাওড়া, ৩ জানুয়ারি ( হি. স.) : ভূমি ও ভূমিসংস্কার দফতরের আধিকারিক সংগঠনের এক সভায় উপস্থিত থেকে দফতরের আধিকারিকদের ভূয়সী প্রশংসা করলেন রাজ্যের পুরমন্ত্রী ও কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। শনিবার হাওড়ার শরৎ সদনে আয়োজিত ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, রাজ্যে ভূমি সংস্কার কার্যকরভাবে রূপায়ণের ক্ষেত্রে এই দফতরের আধিকারিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।ফিরহাদ হাকিম তাঁর বক্তব্যে অতীতের সরকারগুলিকেও কটাক্ষ করেন। তিনি দাবি করেন, আগের সরকার আদিবাসীদের জমি কেড়ে নিয়েছিল বলেই রাজ্যে মাওবাদী আন্দোলনের জন্ম হয়েছিল। একইসঙ্গে তিনি বলেন, নন্দীগ্রাম ও সিঙ্গুরের মতো ঘটনাও সেই ভুল নীতির ফল। বর্তমান সরকার ভূমি সংস্কারের মাধ্যমে সাধারণ মানুষের অধিকার সুরক্ষিত করেছে বলেও তিনি দাবি করেন।তবে প্রশংসার পাশাপাশি সতর্কবার্তাও দেন পুরমন্ত্রী। তিনি স্পষ্টভাবে বলেন, ভূমি ও ভূমিসংস্কার দফতরের কিছু কর্মী যদি অসৎ পথে কাজ করেন, তাহলে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সবাইকে সজাগ ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি।অনুষ্ঠান শেষে ফিরহাদ হাকিম হাওড়া বইমেলায়ও ঘুরে দেখেন। বিভিন্ন স্টলে গিয়ে বই দেখার পাশাপাশি প্রকাশক ও পাঠকদের সঙ্গে কথাবার্তা বলেন তিনি। তাঁর উপস্থিতিতে অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে যথেষ্ট আগ্রহ লক্ষ্য করা যায়।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়