
দক্ষিণ ২৪ পরগনা, ৩ জানুয়ারি (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার ফলতার দিঘীর পাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একটি পেন কারখানা। ঘটনাকে ঘিরে শনিবার ভোররাতে চাঞ্চল্য ছড়ায় ফলতা থানার অন্তর্গত দিঘিরপাড় বাজার এলাকায়। কী ভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে উপস্থিত হয় দমকল। দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন আয়ত্তে আসে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোররাত প্রায় আড়াইটে নাগাদ প্রথমে কারখানা থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান এলাকার বাসিন্দারা। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে দমকলের দু'টি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে কারখানার ভিতরে বিপুল পরিমাণ দাহ্য প্লাস্টিক সামগ্রী ও পেনের কালি তৈরির রাসায়নিক মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। কারখানার আশপাশে একাধিক বাড়ি ও দোকান থাকায় এলাকায় চরম আতঙ্ক ছড়ায়। আগুন যাতে পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে না পড়ে, সেদিকে বিশেষ নজর দেওয়া হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ