
ডেহরি অন সন, ৩ জানুয়ারি (হি.স.): বিয়ের প্রলোভন দেখিয়ে ভিনরাজ্যের এক যুবকের কাছ থেকে টাকা ও গয়না হাতানোর অভিযোগে তিন মহিলা-সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে নগদ ১ লক্ষ ৩২ হাজার ৮৫০ টাকা, সোনার গয়না ও দুটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে।
শনিবার এক পুলিশ আধিকারিক জানান, শুক্রবার অভিযোগ পাওয়া যায় যে রাজস্থানের ভিলওয়ারার এক যুবকের সঙ্গে ভুয়ো বিয়ে করে প্রায় ১ লক্ষ ৪০ হাজার টাকা, সোনার মঙ্গলসূত্র, নুপুর, বিছিয়া, নথ ও শাড়ি নিয়ে চম্পট দেয় একটি চক্র। ঘটনার তদন্তে বিশেষ পুলিশ দল গঠন করা হয়।
তদন্তে প্রথমে কারগাহার থানার গোরি গ্রাম থেকে জয়া কুমারী প্যাটেলকে গ্রেফতার করা হয়। তার জবানবন্দির ভিত্তিতে রাগিনী ওরফে ঝুনি দেবী-সহ চক্রের অন্য সদস্য ধর্মশীলা দেবী, অভিষেক প্যাটেল ও শ্রবণ কুমারকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, এই চক্রটি মূলত বয়স বেশি হওয়ায় যাঁদের বিয়ে হয়নি, এমন ভিনরাজ্যের পুরুষদের টার্গেট করত। ভুয়ো বিয়ের পর মোটা অঙ্কের টাকা ও গয়না নিয়ে পালিয়ে যেত তারা। ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য