রাতে বাড়ছে পারদ, সোমবারের পর ফের তাপমাত্রা নামার পূর্বাভাস আবহাওয়া দফতরের
কলকাতা, ৩ জানুয়ারি ( হি. স.)- কনকনে ঠান্ডা আপাতত কিছুটা বিরতি নিলেও রাজ্যজুড়ে শীতের হালকা আমেজ বজায় থাকবে বলে জানাল আবহাওয়া দফতর। শনিবার আলিপুর আবহাওয়া দফতরের সাংবাদিক বৈঠকে আবহাওয়া বিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য জানান, রাতের তাপমাত্রা ইতিমধ্যে
অন্বেষা ভট্টাচার্য


কলকাতা, ৩ জানুয়ারি ( হি. স.)- কনকনে ঠান্ডা আপাতত কিছুটা বিরতি নিলেও রাজ্যজুড়ে শীতের হালকা আমেজ বজায় থাকবে বলে জানাল আবহাওয়া দফতর। শনিবার আলিপুর আবহাওয়া দফতরের সাংবাদিক বৈঠকে আবহাওয়া বিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য জানান, রাতের তাপমাত্রা ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে। ৩১ ডিসেম্বর রাতে যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস, সেখানে আজ রাতে তা বেড়ে ১৫ ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে।তিনি আরও জানান, গত সাত দিন ধরে ধাপে ধাপে দিনের তাপমাত্রাও বাড়ছে এবং খুব শীঘ্রই তা ২৪ ডিগ্রির ঘরে পৌঁছাতে পারে। তবে এই উষ্ণতা স্থায়ী নয়। আগামী সোমবারের পর থেকে আবারও দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমবে এবং সর্বোচ্চ ৩ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এই কমে যাওয়া তাপমাত্রা প্রায় গোটা সপ্তাহ জুড়েই বজায় থাকবে বলে পূর্বাভাস।আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, কোচবিহার ও দার্জিলিং জেলাতেও কুয়াশা পড়তে পারে। দার্জিলিংয়ের উঁচু এলাকায় আজ ও কাল রাতে হালকা তুষারপাত বা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande