
এগরা, ৩ জানুয়ারি ( হি. স.) : সরকারি জমি হস্তান্তর না করে বেআইনিভাবে পুরসভার দখলে নিয়ে বাজার নির্মাণের অভিযোগে তৃণমূল কংগ্রেস পরিচালিত এগরা পুরসভার পুরপ্রধান স্বপন নায়ককে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাতে কলকাতা থেকে তাঁকে গ্রেফতার করে এগরা থানার পুলিশ। শনিবার তাঁকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন। যদিও এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন স্বপন নায়ক।প্রসঙ্গত, দলীয় নির্দেশ অমান্য করে পুরপ্রধানের পদ থেকে ইস্তফা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে তৃণমূলেরই একাংশ পুরপ্রতিনিধি। সেই ঘটনার পরপরই স্বপন নায়কের বিরুদ্ধে সরকারি জমি দখল সংক্রান্ত এই মামলা দায়ের হয়। তাঁর গ্রেফতারিকে কেন্দ্র করে এগরার রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।অশান্তির আশঙ্কায় শুক্রবার রাত থেকেই এগরা থানা ও শহরের একাংশ এলাকায় পুলিশ ১৬৩ ধারা জারি করেছে। শহরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। স্বপন নায়কের গ্রেফতারকে কেন্দ্র করে শাসকদলের অন্দরেও রাজনৈতিক টানাপোড়েন স্পষ্ট হয়ে উঠেছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়