
কলকাতা, ৩ জানুয়ারি(হি.স.): বাংলাদেশের বোলার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিতে শনিবার কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সাম্প্রতিক নানা ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এমনটাই জানিয়েছেন ভারতীয় বোর্ডের সচিব দেবাজিৎ সাইকিয়া।
ভারতের এই ফ্রাঞ্চাইজি লিগে বাংলাদেশের নিয়মিত প্রতিনিধি মুস্তাফিজ। এই টুর্নামেন্টে এবার তার নবম মরসুম। গত মাসে নিলামে ৯ কোটি ২০ লক্ষ টাকাতে এই বাঁ-হাতি পেসারকে দলে নিয়েছিল কলকাতা।
গত কিছুদিন ধরেই বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস নানা ঘটনার পর ভারতে ক্ষোভ দানা বাঁধছে। তাছাড়া মুস্তাফিজের আইপিএলে খেলতে দেওয়া নিয়েও নানা বিতর্ক চলছে।এর মধ্যেই ভারতীয় বোর্ড এই সিদ্ধান্ত নিল।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি