
নয়াদিল্লি, ৩ জানুয়ারি (হি.স.): বিমান সংস্থা ইন্ডিগো কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে তাদের পরিষেবা আরও জোরদার করেছে। বর্তমানে সপ্তাহে ১৪টি উড়ান চালু থাকায় পুদুচেরির সঙ্গে আকাশপথে যোগাযোগ উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।
ইন্ডিগো ২০২৪ সালের ২০ ডিসেম্বর থেকে পুদুচেরি রুটে পরিষেবা শুরু করে এবং এক বছরে এই অঞ্চলে তাদের উপস্থিতি আরও সুদৃঢ় করেছে। বর্তমানে পুদুচেরি থেকে বেঙ্গালুরু ও হায়দরাবাদ–এর সঙ্গে নিয়মিত উড়ান চালানো হচ্ছে, যার ফলে যাত্রীদের যাতায়াত অনেকটাই সহজ হয়েছে।
শনিবার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, উন্নত বিমান সংযোগের ফলে পুদুচেরির বাসিন্দা, ছাত্রছাত্রী, পেশাজীবী ও পর্যটকরা উপকৃত হচ্ছেন। বিশেষ করে স্বাস্থ্য পরিষেবা ও উচ্চশিক্ষার জন্য বড় শহরে যাতায়াত এখন আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ হয়েছে। উন্নত সংযোগ আঞ্চলিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য