জমি রেজিস্ট্রির নামে আর্থিক প্রতারণার অভিযোগ যমুনানগরে
যমুনানগর, ৩ জানুয়ারি (হি. স.): হরিয়ানার যমুনানগর জেলায় জমি কেনাবেচার নামে বড়সড় প্রতারণার ঘটনা সামনে এসেছে। জ্যোতিনগরে একটি জমি বিক্রির প্রতিশ্রুতি দিয়ে থার্মাল পাওয়ার প্ল্যান্টের একজন নির্বাহী কাছ থেকে ২৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। শনি
জমি রেজিস্ট্রির নামে আর্থিক প্রতারণার অভিযোগ যমুনানগরে


যমুনানগর, ৩ জানুয়ারি (হি. স.): হরিয়ানার যমুনানগর জেলায় জমি কেনাবেচার নামে বড়সড় প্রতারণার ঘটনা সামনে এসেছে। জ্যোতিনগরে একটি জমি বিক্রির প্রতিশ্রুতি দিয়ে থার্মাল পাওয়ার প্ল্যান্টের একজন নির্বাহী কাছ থেকে ২৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

শনিবার পুলিশ সূত্রে জানা গেছে, সেক্টর-১৭ এলাকার বাসিন্দা দিদার সিং তাঁর স্ত্রী ও আরও দুই সহযোগীর সঙ্গে মিলিতভাবে এই প্রতারণার ছক কষেন। অভিযোগকারীরা জানান, জ্যোতিনগরে ৬৪২ বর্গগজের একটি জমি বিক্রির জন্য প্রথমে ১৮ লক্ষ টাকা বায়না নেওয়া হয় এবং রেজিস্ট্রির তারিখ ধার্য হয় ২২ আগস্ট ২০২৪। পরবর্তীতে নানা অজুহাতে আরও অর্থ দাবি করে মোট ২৫ লক্ষ টাকা আদায় করা হলেও রেজিস্ট্রি সম্পন্ন করা হয়নি।

তদন্তে ডিআরও দফতর থেকে জানা যায়, অভিযুক্ত জমিটির প্রপার্টি আইডি পরিবর্তন করে তা নিজের স্ত্রী গুরজিন্দর কৌরের নামে স্থানান্তরিত করেন। একই জমি একাধিক ব্যক্তির কাছে বিক্রির চেষ্টাও করা হয় বলে অভিযোগ।

এই ঘটনায় ভাবুক ভাটিয়া, জসবিন্দর কৌর এবং গুরজিন্দর কৌরের জড়িত থাকার তথ্য সামনে এসেছে। পুলিশ প্রতারণাসহ সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

এদিন পুলিশ আরও জানিয়েছে, নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে এবং এই প্রতারণা চক্রে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খোঁজা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande