
লখনউ, ৩ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশকে প্রযুক্তি ও ডিজিটাল উন্নয়নের শীর্ষে তুলে ধরতে লখনউয়ে গড়ে তোলা হচ্ছে আধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) সিটি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে এই প্রকল্প রাজ্যকে বৈশ্বিক টেক মানচিত্রে নতুন পরিচিতি দেবে বলে দাবি প্রশাসনের।
প্রস্তাবিত এআই সিটি দুটি অংশে গড়ে তোলা হবে। মোট এলাকার প্রায় ৬০ শতাংশ কোর জোন, যেখানে এআই ইনোভেশন সেন্টার, টেক পার্ক, গবেষণা ও ডেটা সেন্টার থাকবে। বাকি ৪০ শতাংশ এলাকায় আবাসিক, বাণিজ্যিক ও সামাজিক পরিকাঠামো গড়ে তোলা হবে।
এই প্রকল্পটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মডেলে বাস্তবায়িত হবে। রাজ্য সরকারের লক্ষ্য আগামী পাঁচ বছরে উত্তর প্রদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতি হিসেবে গড়ে তোলা, যেখানে আইটি-আইটিইএস ও এআই খাতকে মূল চালিকাশক্তি করা হচ্ছে।
এআই সিটিতে থাকবে আধুনিক ডেটা সেন্টার, হাই পারফরম্যান্স কম্পিউটিং ব্যবস্থা, এআই রিসার্চ ল্যাব, স্টার্টআপ ইনকিউবেশন সেন্টার ও আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থার জন্য উন্নত কর্মপরিবেশ। এই প্রকল্পের মাধ্যমে লখনউকে বিশ্বের শীর্ষ ২০টি এআই হাবের মধ্যে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
আইআইএম লখনউ ও আইআইআইটি লখনউয়ের মতো প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ে শক্তিশালী ট্যালেন্ট পুল গড়ে উঠবে বলে আশা। প্রকল্পটি বাস্তবায়িত হলে হাজার হাজার প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরি হবে এবং রাজ্যের যুবসমাজের জন্য নতুন সুযোগের দ্বার খুলবে। এআই সিটি গড়ে তোলা হবে গ্রিন ও সাসটেইনেবল ডেভেলপমেন্ট মডেলে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য