
নন্দীগ্রাম, ৩ জানুয়ারি ( হি. স.)- শনিবার একদিনে নন্দীগ্রামে দুটি হাই ভোল্টেজ রাজনৈতিক সভাকে কেন্দ্র করে তীব্র তরজা ছড়াল শাসক ও বিরোধী শিবিরে। একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কর্মসূচি, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সভায় সায়নী ঘোষের সঙ্গে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। সভামঞ্চ থেকেই আগামী বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়ানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দেন পার্থ ভৌমিক।
পার্থ ভৌমিক বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ কর্মসূচি নিয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্য মানসিক ভারসাম্যহীনতার পরিচয়। সেবাশ্রয়ের প্যারাসিটামল নিয়ে তাঁর মন্তব্যে ক্ষোভ উগরে দিয়ে পার্থ বলেন, “মাথা ঠিক না থাকলে কেউ এমন কথা বলতে পারে।” একসময়ের রাজনৈতিক সতীর্থ হওয়ায় তাঁর এমন মন্তব্যে তিনি ব্যথিত বলেও জানান। একইসঙ্গে তিনি শুভেন্দুকে নন্দীগ্রাম থেকে “পালিয়ে না গিয়ে” আবার ভোটে লড়ার আহ্বান জানান।অন্যদিকে, শুভেন্দু অধিকারী সভামঞ্চ থেকে পাল্টা আক্রমণে বলেন, “পুলিশ আর আইপ্যাক ছাড়া তৃণমূলের কেউ নেই।” তিনি ঘোষণা করেন, আগামী দিন থেকে নন্দীগ্রামের গ্রামে গ্রামে “চোরেদের পাঁচালী” বাজবে। পাশাপাশি ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়ানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে দাবি করেন, তিনি দাঁড়ালে ২০ হাজার ভোটে হারাবেন। নন্দীগ্রামকে ঘিরে এই বাকযুদ্ধ রাজ্য রাজনীতিতে নতুন উত্তাপ।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়