
নয়াদিল্লি, ৩ জানুয়ারি (হি.স.): পিপ্রহওয়া থেকে উদ্ধার হওয়া বৌদ্ধ যুগের পুরাকীর্তির প্রদর্শনীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৯৭১ থেকে ১৯৭৫ সালের মধ্যে উত্তর প্রদেশের সিদ্ধার্থনগর জেলার পিপ্রহওয়া গ্রামে প্রত্নতাত্ত্বিক খননকার্যে ভগবান বুদ্ধের দেহাবশেষ উদ্ধার করা হয়। পরবর্তীতে এই পবিত্র নিদর্শনগুলি সংরক্ষণের জন্য রাখা হয় নয়াদিল্লির জাতীয় জাদুঘর এবং কলকাতার ভারতীয় জাদুঘরে। সেই সব নিয়েই প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি সাংস্কৃতিক অনুষ্ঠানও প্রত্যক্ষ করেন।
শনিবার নতুন দিল্লির রাই পিথোরা সাংস্কৃতিক কমপ্লেক্সে ভগবান বুদ্ধের সঙ্গে সম্পর্কিত আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বলেন, ভারতের সমস্ত বৌদ্ধ তীর্থস্থানের মধ্যে আরও ভাল সংযোগ নিশ্চিত করার জন্য এবং বিশ্বজুড়ে তীর্থযাত্রীদের আস্থা ও আধ্যাত্মিকতার সমৃদ্ধ অভিজ্ঞতা প্রদানের জন্য দেশজুড়ে একটি বৌদ্ধ সার্কিট তৈরি করা হচ্ছে। আমাদের প্রচেষ্টা হল এই বৌদ্ধ ঐতিহ্যকে প্রাকৃতিক এবং নির্বিঘ্নে সংরক্ষণ করা, যাতে এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে অব্যাহত থাকে। প্রধানমন্ত্রী বলেন, ভগবান বুদ্ধ সকলের। আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করি, কারণ ভগবান বুদ্ধ আমার জীবনে অত্যন্ত গভীর স্থান অধিকার করেছেন। আমি ভাদনগরে জন্মগ্রহণ করেছি, যা বৌদ্ধ শিক্ষার একটি মহান কেন্দ্র। ভগবান বুদ্ধ যে ভূমিতে তাঁর প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন - সারনাথ - এখন আমার কর্মভূমি এবং কর্তব্যভূমি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ