
নয়াদিল্লি, ৩ জানুয়ারি (হি.স.): দাসত্ব শুধু রাজনৈতিক অথবা অর্থনৈতিকই নয়, ঐতিহ্যকেও ধ্বংস করে দেয়। এমনটাই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভগবান বুদ্ধের পবিত্র নিদর্শনগুলোর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। দাসত্বের সময়কালে সেগুলো ভারত থেকে নিয়ে যাওয়া হয়েছিল এবং তারপর থেকে প্রায় একশো পঁচিশ বছর ধরে সেগুলো দেশের বাইরে ছিল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার নতুন দিল্লিতে ভগবান বুদ্ধের স্মৃতি বিজরিত পবিত্র পিপ্রহওয়া স্মারকের একটি আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করেছেন। আলো এবং পদ্ম- পবিত্র স্মারক শীর্ষক এই প্রদর্শনীটি প্রধানমন্ত্রী ঘুরে দেখেন। তিনি বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর দেশের ঐতিহ্য ফিরে এসেছে। এখন থেকে দেশবাসী ভগবান বুদ্ধের এই পবিত্র নিদর্শনগুলির দর্শন পাবেন এবং তাঁর ঐশ্বরিক আশীর্বাদ লাভ করবেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ