পৌষ পূর্ণিমায় প্রয়াগরাজে মাঘ মেলার সূচনা, দুপুর পর্যন্ত সঙ্গমে স্নান ১২ লক্ষের বেশির
প্রয়াগরাজ, ৩ জানুয়ারি (হি.স.) : পৌষ পূর্ণিমার তিথিতে শনিবার ভোর থেকেই প্রয়াগরাজের সঙ্গমে লক্ষাধিক পূণ্যার্থীর স্নানের মাধ্যমে মাঘ মেলার শুভ সূচনা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, দুপুর ১২টা পর্যন্ত প্রায় ১২ লক্ষ শ্রদ্ধালু সঙ্গমে পবিত্র ডুব দিয়েছেন।
পৌষ পূর্ণিমায় প্রয়াগরাজে মাঘ মেলার সূচনা, দুপুর পর্যন্ত সঙ্গমে স্নান ১২ লক্ষের বেশির


প্রয়াগরাজ, ৩ জানুয়ারি (হি.স.) : পৌষ পূর্ণিমার তিথিতে শনিবার ভোর থেকেই প্রয়াগরাজের সঙ্গমে লক্ষাধিক পূণ্যার্থীর স্নানের মাধ্যমে মাঘ মেলার শুভ সূচনা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, দুপুর ১২টা পর্যন্ত প্রায় ১২ লক্ষ শ্রদ্ধালু সঙ্গমে পবিত্র ডুব দিয়েছেন। আজকের দিনে মোট ৩০ লক্ষের বেশি পূণ্যার্থীর আগমনের সম্ভাবনা রয়েছে।

মাঘ মেলা উপলক্ষে নিরাপত্তা ও যাতায়াত ব্যবস্থায় কড়া নজরদারি রাখা হয়েছে। গোটা মেলা এলাকা সাতটি সেক্টরে ভাগ করে পন্টুন সেতুগুলিকে একমুখী করা হয়েছে।

এদিন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মাঘ মেলার সূচনায় কল্পবাসী ও পূণ্যার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন।

এ বছর প্রায় ৮০০ হেক্টর এলাকায় গড়ে তোলা হয়েছে বিস্তৃত টেন্ট সিটি। পূণ্যার্থীদের জন্য প্রথমবারের মতো নদীতে রিভার অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হয়েছে। পাশাপাশি ৮০টি অ্যাম্বুলেন্স, অস্থায়ী হাসপাতাল ও চিকিৎসক দল মোতায়েন রয়েছে।

যাতায়াতের সুবিধার্থে ঝুঁসি বাসস্ট্যান্ড থেকে ২২৫০টি সহ মোট ৩৮০০টি বাস চালানো হচ্ছে। রেল, মাঘ মেলা উপলক্ষে একাধিক স্টেশনে অতিরিক্ত ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করেছে। এছাড়া মেলা এলাকায় ১৫,৫০০টি বিদ্যুৎ খুঁটিতে কিউআর কোড বসানো হয়েছে, যার মাধ্যমে পূণ্যার্থীরা তাৎক্ষণিক সহায়তা ও অভিযোগ জানাতে পারবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande