
দুঙ্গারপুর, ৩ জানুয়ারি (হি.স.): অবৈধ মদ পাচারের বিরুদ্ধে দুঙ্গারপুর জেলা পুলিশের ‘অপারেশন স্বচ্ছতা’ অভিযানে বড়সড় সাফল্য মিলেছে। জেলা পুলিশ সুপারের নির্দেশনায় গত এক বছরে জিরো টলারেন্স নীতিতে চালানো অভিযানে প্রায় ১০ কোটি ৫০ লক্ষ টাকার অবৈধ মদ ও একাধিক যানবাহন বাজেয়াপ্ত করা হয়েছে।
শনিবার পুলিশ সূত্রে জানা গেছে, গত এক বছরে মদ পাচার সংক্রান্ত মোট ৭৩৯টি মামলা রুজু হয়েছে। এই সময়ের মধ্যে ১ লক্ষ ৫ হাজার ৭১৭ বোতল অবৈধ মদ উদ্ধার করা হয়। পাশাপাশি পাচারে ব্যবহৃত ৮৫টি যানবাহনও বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গুজরাট সীমান্তে পাচারের উদ্দেশ্যে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও রাজস্থানে উৎপাদিত মদ লুকিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। তবে সীমান্ত থানা বাছিওয়াড়া-সহ জেলা পুলিশের কড়া নজরদারিতে পাচারকারীরা ধরা পড়ে। অভিযানে পঞ্জাব, হরিয়ানা ও চণ্ডীগড়ের তৈরি মদ ও বিয়ার বিপুল পরিমাণে উদ্ধার হয়েছে।
পুলিশের দাবি, পাচারকারীরা ট্রাকের গোপন চেম্বার, সবজি ও ফলের বাক্স, ওষুধ, ম্যাট্রেস, কুলার ও অন্যান্য সামগ্রীর আড়ালে মদ লুকিয়ে পাচার করছিল। তবে দীর্ঘ পথজুড়ে নজরদারি চালিয়ে একাধিক ট্রাক, গাড়ি ও পিকআপ ভ্যান আটকানো হয়েছে। পুলিশ সুপার জানিয়েছেন, অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে এই অভিযান আগামী দিনেও কঠোরভাবে চালানো হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য