হৃদরোগের অস্ত্রোপচারের পর ব্রাজিলের হাসপাতাল থেকে ছাড়া পেলেন রবার্তো কার্লোস
সাও পাওলো, ৩ জানুয়ারি (হি.স.) : ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের প্রাক্তন তারকা রবার্তো কার্লোস এই সপ্তাহে হৃদরোগে অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। হাসপাতাল ভিলা নোভা স্টার শুক্রবার বিস্তারিত কিছু না বলেই এই ঘোষণা দিয়েছে। সোমবার ৫২ বছর
হৃদরোগের অস্ত্রোপচারের পর ব্রাজিলের হাসপাতাল থেকে ছাড়া পেলেন রবার্তো কার্লোস


সাও পাওলো, ৩ জানুয়ারি (হি.স.) : ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের প্রাক্তন তারকা রবার্তো কার্লোস এই সপ্তাহে হৃদরোগে অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

হাসপাতাল ভিলা নোভা স্টার শুক্রবার বিস্তারিত কিছু না বলেই এই ঘোষণা দিয়েছে।

সোমবার ৫২ বছর বয়সী রবার্তো কার্লোসের হৃদযন্ত্রে বাধা ধরা পড়ে এবং একই দিনে তাকে করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি করার পরামর্শ দেওয়া হয়। এই পদ্ধতিটি ন্যূনতম আক্রমণাত্মক এবং অবরুদ্ধ বা সংকীর্ণ হৃদযন্ত্রের ধমনীগুলিকে প্রশস্ত করে।

মেডিকেল প্রোটোকলের কারণে প্রাক্তন ডিফেন্ডারকে প্রাথমিকভাবে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছিল।

সর্বকালের অন্যতম আক্রমণাত্মক লেফট ব্যাক রবার্তো কার্লোস ১২৫টি ব্রাজিল ম্যাচ জিতেছেন এবং ১১ বছর ধরে মাদ্রিদের হয়ে খেলেছেন। তিনি ব্রাজিল বিশ্বকাপ দলের সদস্য ছিলেন যারা ১৯৯৮ সালে ফাইনালে উঠেছিল এবং ২০০২ সালে জিতেছিল। তিনি ১৯৯৭ এবং ১৯৯৯ সালে ব্রাজিলকে কোপা আমেরিকা জিততেও সাহায্য করেছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande