
পটাশপুর, পূর্ব মেদিনীপুর, ৩ জানুয়ারি ( হি. স.)- শনিবার পটাশপুরে বিজেপির এক জনসভায় আবেগঘন ভাষণে একসময় তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইলেন শিশির অধিকারী। সভামঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, “গলবস্ত্র হয়ে এই মাটি ছুঁয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি। ক্ষমা করে দেবেন। আমি একটা ভুল পথে চলে গিয়েছিলাম।” তাঁর এই বক্তব্যে সভাস্থলে উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায়।শিশির অধিকারী আরও বলেন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকার সময় দলের নানা দুর্নীতি ও কেলেঙ্কারি তিনি কাছ থেকে দেখেছেন, যা তিনি ঘৃণা করেন। তিনি দাবি করেন, “আমি কোনও বাইরের লোক নই। আমরাই তাঁকে বাংলার মুখ্যমন্ত্রী করেছিলাম। সেই ভুলের জন্যই আজ মাথা নিচু করে ক্ষমা চাইছি।” নিজের বক্তব্যের মাঝে আবেগে তাঁর চোখে জল চলে আসে বলেও জানান তিনি।সভায় তিনি স্বীকার করেন, ভুল পথে চলার সময় সাধারণ মানুষকেও সঙ্গে নিয়ে গিয়েছিলেন এবং তাঁদের জন্য কিছু করতে পারেননি। সেই আক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, “ছাব্বিশ সালে সরকারটা এনে দিন। আমি অনেকদিন বাঁচব, হড়হড় করে টেনে আনব।” পাশাপাশি তৃণমূল নেতৃত্বকে কটাক্ষ করে তিনি বলেন, “এরা কিছু জানে না, শুধু চুরিটা ভাল জানে।”শিশির অধিকারীর এই বক্তব্য পটাশপুরের রাজনৈতিক মহলে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়