
পাথারকান্দি (অসম), ৩ জানুয়ারি (হি.স.) : শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত দোহালিয়ার তরতাজা যুবক, কানাইবাজার ইউনিক স্কুলের বিজ্ঞান-শিক্ষক সাগর নাথ। শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
শ্ৰীভূমি জেলার অন্তর্গত পাথারকান্দি থানাধীন দোহালিয়ার জনৈক সমীর নাথের একমাত্র পুত্র, মিষ্টভাষী সাগর নাথ গত ৩১ ডিসেম্বর (২০২৫) রাতে তাঁর বুলেট বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন। সে সময় কানাইবাজার ও আসিমগঞ্জ এলাকায় নতুন জিম সেন্টারের সামনে একটি হাইবা গাড়ির অর্তকিত ধাক্কায় সড়কে ছিটকে পড়েন সাগর। গুরুতরভাবে আহত হন তিনি। সড়ক থেকে তাঁকে উদ্ধার করে প্রথমে পাথারকান্দি সামূহিক হাসপাতাল এবং পরে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয়। কিন্তু তাঁর শারীরিক অবস্থা সংকটজনক বলে তাঁকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
ভরতি করা হয় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা হয়নি। শুক্রবার রাতে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না-ফেরার দেশে পাড়ি দেন সকলের প্রিয় সাগর নাথ।
এদিকে ময়না তদন্ত শেষে আজ শনিবার সকালে সাগর নাথের মরদেহ তাঁর নিজের বাড়িতে আনা হয়। আজই তাঁর গৃহগ্রামের শ্মশানে বহুজনের উপস্থিতিতে শেষকৃত্য সম্পন্ন হয়েছে। শিক্ষিত যুবকের অকালমৃত্যুতে তাঁর ছাত্রছাত্রী এবং পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে। সাগরের মৃত্যুর পরিপ্রেক্ষিতে প্ৰয়োজনীয় যাবতীয় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পাথারকান্দির বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস