দাসপুরের জনসভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ সুকান্ত মজুমদারের, ২০২৬-এর আগে বিজেপি কর্মীদের বার্তা
দাসপুর , ৩ জানুয়ারি ( হি. স.) : দাসপুরে ‘পরিবর্তন সংকল্প’ জনসভায় এসে তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সভামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে তিনি ২০২৬ সালের বিধানসভা নির্বা
সুকান্ত মজুমদার


দাসপুর , ৩ জানুয়ারি ( হি. স.) : দাসপুরে ‘পরিবর্তন সংকল্প’ জনসভায় এসে তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সভামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে তিনি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে একাধিক বার্তা দেন।সভায় উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে সুকান্ত মজুমদার বলেন, মাঠে যে বিজেপির পতাকাগুলি দেখা যাচ্ছে, সেগুলিতে ব্যবহৃত কাঁচা বাঁশ অনেকটাই সরু হয়ে গিয়েছে। তিনি কর্মীদের উদ্দেশ্যে পরামর্শ দেন, বাঁশের আকার আরও একটু মোটা করা এবং শক্ত করে বসানোর ব্যবস্থা করতে। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।এদিনের সভা থেকে রাজ্য সরকারের সামাজিক প্রকল্প নিয়েও মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, তাঁর কাছে যে খবর রয়েছে, তাতে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আরও ২০০ থেকে ২৫০ টাকা বাড়াতে পারে। পাশাপাশি তিনি দাবি করেন, বিজেপি ক্ষমতায় এলে তৃণমূল সরকার যত টাকা দেবে, তার থেকেও এক টাকা বেশি দেওয়া হবে।এছাড়াও সভামঞ্চ থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন সুকান্ত মজুমদার। দাসপুরের এই সভা ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande