চাঁচলে শুভেন্দুর সমালোচনার পাল্টা জবাব দিতে প্রস্তুত তৃণমূল, রবিবার মেগা জনসভার প্রস্তুতি তুঙ্গে
চাঁচল, ৩ জানুয়ারি ( হি. স.) : শুক্রবার মালদার চাঁচলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক সমালোচনার পর এবার পাল্টা শক্তি প্রদর্শনে নামছে তৃণমূল কংগ্রেস। রবিবার একই মাঠে মেগা জনসভার আয়োজন করেছে শাসক দল। তৃ
জনসভার প্রস্তুতি টি এম সি


জনসভার প্রস্তুতি টি এম সি


চাঁচল, ৩ জানুয়ারি ( হি. স.) : শুক্রবার মালদার চাঁচলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক সমালোচনার পর এবার পাল্টা শক্তি প্রদর্শনে নামছে তৃণমূল কংগ্রেস। রবিবার একই মাঠে মেগা জনসভার আয়োজন করেছে শাসক দল। তৃণমূল নেতৃত্বের দাবি, রাজ্য থেকে একাধিক হেভিওয়েট নেতা এই সভায় উপস্থিত থাকবেন।শনিবার চাঁচলের কলমবাগানে সভাস্থলের প্রস্তুতি খতিয়ে দেখতে যান চাঁচলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ। তাঁর সঙ্গে ছিলেন মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও স্থানীয় জনপ্রতিনিধিরা। সভার মঞ্চ, শব্দব্যবস্থা, নিরাপত্তা এবং কর্মী সমর্থকদের বসার ব্যবস্থা খতিয়ে দেখা হয়।দলীয় সূত্রে জানা গেছে, চাঁচল বিধানসভার ১২টি অঞ্চল এবং মালতীপুর বিধানসভার একাধিক অঞ্চল থেকে কর্মী-সমর্থকেরা এই জনসভায় যোগ দেবেন। প্রায় ১৫ হাজার মানুষের জমায়েতের লক্ষ্য নির্ধারণ করেছে তৃণমূল নেতৃত্ব।বিরোধী দলনেতার আক্রমণের জবাব দিতে এবং সংগঠনকে আরও মজবুত করার বার্তা দিতেই এই মেগা জনসভা বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। রাজনৈতিক মহলে এই সভাকে কেন্দ্র করে বাড়ছে উত্তেজনা ও কৌতূহল।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande