তামিলনাড়ুতে চালু ‘তামিলনাড়ু গ্যারান্টিড পেনশন স্কিম’
চেন্নাই, ৩ জানুয়ারি (হি.স.) : তামিলনাড়ু সরকারের সরকারি কর্মচারী ও শিক্ষকদের জন্য বড় স্বস্তি এনে চালু হল ‘তামিলনাড়ু গ্যারান্টিড পেনশন স্কিম’। শনিবার মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিন এই সংক্রান্ত সরকারি নির্দেশিকা জারি করেছেন। নতুন পেনশন ব্যবস্থায় কর
তামিলনাড়ুতে চালু হল ‘তামিলনাড়ু গ্যারান্টিড পেনশন স্কিম’


চেন্নাই, ৩ জানুয়ারি (হি.স.) : তামিলনাড়ু সরকারের সরকারি কর্মচারী ও শিক্ষকদের জন্য বড় স্বস্তি এনে চালু হল ‘তামিলনাড়ু গ্যারান্টিড পেনশন স্কিম’। শনিবার মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিন এই সংক্রান্ত সরকারি নির্দেশিকা জারি করেছেন।

নতুন পেনশন ব্যবস্থায় কর্মীরা অবসরকালীন শেষ বেতনের ৫০ শতাংশ পেনশন পাবেন। পারিবারিক পেনশন নির্ধারিত হয়েছে ৬০ শতাংশ। কর্মীর মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। পাশাপাশি, পূর্ণ পরিষেবা মেয়াদ সম্পূর্ণ না হলেও ন্যূনতম পেনশনের সুবিধা মিলবে।

রাজ্য সরকারের মতে, এই প্রকল্পের মাধ্যমে সরকারি কর্মচারী ও শিক্ষকদের জন্য স্থায়ী, নিরাপদ ও নিশ্চিত পেনশন সুবিধা প্রদানই মূল লক্ষ্য।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande