পুলিশি অত্যাচারের অভিযোগে ৪৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ, পরে প্রত্যাহার
ঝাড়্গ্রাম, ৩ জানুয়ারি (হি.স.): পুলিশি অত্যাচারের অভিযোগ তুলে শনিবার সকালে ঝাড়্গ্রাম জেলার জামবনি ব্লকের চিঁচিড়া গ্রামের বাসিন্দারা ৪৯ নম্বর কলকাতা–মুম্বই জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। অভিযোগ, শুক্রবার গভীর রাতে চিঁচিড়া গ্রামের দুই বাসিন্দাকে প
পুলিশি অত্যাচারের অভিযোগে ৪৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ, পরে প্রত্যাহার


ঝাড়্গ্রাম, ৩ জানুয়ারি (হি.স.): পুলিশি অত্যাচারের অভিযোগ তুলে শনিবার সকালে ঝাড়্গ্রাম জেলার জামবনি ব্লকের চিঁচিড়া গ্রামের বাসিন্দারা ৪৯ নম্বর কলকাতা–মুম্বই জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। অভিযোগ, শুক্রবার গভীর রাতে চিঁচিড়া গ্রামের দুই বাসিন্দাকে পুলিশ তুলে নিয়ে থানায় নিয়ে গিয়ে মারধর করে।

এই ঘটনার প্রতিবাদে শনিবার সকালে গ্রামের পুরুষ ও মহিলারা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন। অবরোধের জেরে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে সকালে ওই দুই যুবককে ছেড়ে দেওয়া হলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।

অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জামবনি থানার আইসি ও ঝাড়্গ্রামের এসডিপিও। তাঁরা অভিযোগের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় পনেরো দিন আগে ওই এলাকায় জাতীয় সড়কে একটি লরি দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল। সেই ঘটনার তদন্তের সূত্রেই শুক্রবার রাতে ওই দুই যুবককে থানায় ডাকা হয়েছিল বলে দাবি পুলিশের। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে, শনিবার সকালে ঝাড়্গ্রাম শহরের বেনাগেড়িয়া এলাকায় রাস্তার বেহাল অবস্থার অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করেন। এর জেরে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande