সেরি আর চূড়ায় আবার পরিবর্তন, ইন্টারকে নামিয়ে শীর্ষে উঠে এল এসি মিলান
মিলান, ৩ জানুয়ারি(হি.স.): সেরি আর ত্রিমুখী শিরোপা লড়াইয়ে প্রতি রাউন্ডেই পয়েন্ট তালিকার পরিবর্তন হচ্ছে। সবশেষ যেমন কাইয়ারিকে হারিয়ে আবার শীর্ষস্থানে উঠে এল এসি মিলান। নতুন বছরে লিগে প্রথম ম্যাচে শুক্রবার রাতে ১-০ গোলে জিতেছে এসি মিলান। দ্বিতীয়া
সেরি আর চূড়ায় আবার পরিবর্তন, ইন্টারকে নামিয়ে শীর্ষে উঠে এল এসি মিলান


মিলান, ৩ জানুয়ারি(হি.স.): সেরি আর ত্রিমুখী শিরোপা লড়াইয়ে প্রতি রাউন্ডেই পয়েন্ট তালিকার পরিবর্তন হচ্ছে। সবশেষ যেমন কাইয়ারিকে হারিয়ে আবার শীর্ষস্থানে উঠে এল এসি মিলান।

নতুন বছরে লিগে প্রথম ম্যাচে শুক্রবার রাতে ১-০ গোলে জিতেছে এসি মিলান। দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি করেন পর্তুগিজ ফরওয়ার্ড রাফায়েল লেয়াও।

সেরি আয় এই নিয়ে টানা ১৬ ম্যাচ অপরাজিত রইল এসি মিলন।

১৭ ম্যাচে ১১ জয় ও পাঁচ ড্রয়ে এসি মিলানের পয়েন্ট হলো ৩৮। এক ম্যাচ করে কম খেলে ইন্টার মিলান ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আর নাপোলি ৩৪ পয়েন্ট নিয়ে তিনে আছে।

রবিবার বোলোনিয়াকে হারাতে পারলে ফের শীর্ষে উঠে আসবে ইন্টার মিলান। আর নাপোলি খেলবে লাৎসিওর বিপক্ষে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande