উলুবেড়িয়া বইমেলার সূচনা, চলবে ৭ জানুয়ারি পর্যন্ত
কলকাতা, ৩ জানুয়ারি (হি. স.) : উলুবেড়িয়া বইমেলার সূচনা হল এবং আগামী বুধবার অর্থাৎ ৭ জানুয়ারি পর্যন্ত ওই মেলা চলবে। রাজ্য সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দফতরের পৃষ্ঠপোষকতায় উলুবেড়িয়া বইমেলা শুরু হল। উলুবেড়িয়া পুরসভা প্রাঙ্গণে বইমেলা উ
উলুবেড়িয়া বইমেলার সূচনায় পূর্তমন্ত্রী পুলক রায়


কলকাতা, ৩ জানুয়ারি (হি. স.) : উলুবেড়িয়া বইমেলার সূচনা হল এবং আগামী বুধবার অর্থাৎ ৭ জানুয়ারি পর্যন্ত ওই মেলা চলবে। রাজ্য সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দফতরের পৃষ্ঠপোষকতায় উলুবেড়িয়া বইমেলা শুরু হল। উলুবেড়িয়া পুরসভা প্রাঙ্গণে বইমেলা উপলক্ষে মেলার দিনগুলিতে আলোচনা সভা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বইমেলার উদ্বোধন করে উলুবেড়িয়া কলেজের পরিচালন সমিতির সভাপতি তথা রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় এই প্রসঙ্গে বলেছেন, উলুবেড়িয়া কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীরা উলুবেড়িয়া বইমেলা থেকে বই কিনে ঊ সংশ্লিষ্ট বইটি পড়ার পর বই কেনার রশিদ সহ তা উলুবেড়িয়া কলেজে ফেরৎ দিলেই পরে কলেজ কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের সেই বইয়ের দাম ফেরৎ দিয়ে দেবে। মন্ত্রী আরও বলেন, শুধু তাই নয় এই বছর উলুবেড়িয়া কলেজের লাইব্রেরির জন্য প্রয়োজনীয় সমস্ত বই উলুবেড়িয়া বইমেলা থেকে কেনা হবে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন - উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, হাওড়া জেলা সভাধিপতি কাবেরি দাস, সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য্য, বিধায়ক বিদেশ বসু, বিধায়ক প্রিয়া পাল, হাওড়া গ্রামীণ জেলার পুলিশ সুপার সুবিমল পাল, উলুবেড়িয়ার মহকুমা শাসক মানস কুমার মন্ডল, উলুবেড়িয়া পুরসভার ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande