মানসিক চাপে আত্মঘাতীর অভিযোগ পড়ুয়ার, কানপুরে চাঞ্চল্য
কানপুর, ৩ জানুয়ারি (হি.স.) : মানসিক চাপের জেরে উত্তর প্রদেশের কানপুরে এক বিএএমএস পড়ুয়ার আত্মহত্যার ঘটনা সামনে এসেছে। বিথুর থানার অন্তর্গত রামা মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র শৈলেন্দ্র কুমার (২৭) শনিবার ভাড়া বাড়িতে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প
মানসিক চাপে আত্মঘাতীর অভিযোগ পড়ুয়ার, কানপুরে চাঞ্চল্য


কানপুর, ৩ জানুয়ারি (হি.স.) : মানসিক চাপের জেরে উত্তর প্রদেশের কানপুরে এক বিএএমএস পড়ুয়ার আত্মহত্যার ঘটনা সামনে এসেছে। বিথুর থানার অন্তর্গত রামা মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র শৈলেন্দ্র কুমার (২৭) শনিবার ভাড়া বাড়িতে ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চিত্রকূটের বাসিন্দা শৈলেন্দ্র বিথুরের বাগধৌদি বাঙ্গার এলাকায় ভাড়া থাকতেন। দীর্ঘ সময় ঘর না খোলায় সন্দেহ হলে সহপাঠীরা জানালা দিয়ে ঝুলন্ত দেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ও ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

এক পুলিশ আধিকারিক জানান, পরীক্ষায় দু’বার ব্যাক আসায় শৈলেন্দ্র মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত ছিলেন। প্রাথমিকভাবে সেই চাপ থেকেই আত্মহত্যার আশঙ্কা করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande