বিজয় হাজারে ট্রফি এলিটে বাংলার সংগ্রহ ৭/৩০২ রান
রাজকোট, ৩ জানুয়ারি (হি. স.): বিজয় হাজারে ট্রফি এলিটে মুখোমুখি হয়েছে বাংলা ও প্রতিবেশী অসম। এদিন বাংলা দলের নির্ধারিত ৫০ ওভারে সংগ্রহ ৭/৩০২ রান। বাংলা দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ - ১০২ রান। শতরানের ইনিংস উপহার দিয়েছে। সানসোরা ক্রিকেট গ্রাউন্ড
বাংলার নির্ভরযোগ্য ব্যাটিংয়ে অনুষ্টুপ মজুমদার


রাজকোট, ৩ জানুয়ারি (হি. স.): বিজয় হাজারে ট্রফি এলিটে মুখোমুখি হয়েছে বাংলা ও প্রতিবেশী অসম। এদিন বাংলা দলের নির্ধারিত ৫০ ওভারে সংগ্রহ ৭/৩০২ রান। বাংলা দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ - ১০২ রান। শতরানের ইনিংস উপহার দিয়েছে। সানসোরা ক্রিকেট গ্রাউন্ড - বি-তে, এছাড়াও শাহবাজ আহমেদ - ৬৬ রান, সুদীপ কুমার ঘরামি - ৩২ রান ও অনুষ্টুপ মজুমদার - ৩১ রান করে। মুকেশ কুমার ও রোহিতo91 কুমারকে ব্যাট হাতেই নামতে হয় নি মাঠে। এদিকে, এর ফলে, অসমের সামনে জয়ের জন্য ৩০৩ রানের লক্ষ্যমাত্রা রাখে বাংলা দল। উল্লেখ্য, শনিবার অসম টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছে এবং বাংলাকে ব্যাটিং করতে ডাকে। এদিকে, বাংলা দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান অনুষ্টুপ মজুমদার এই নিয়ে ১০০টি ম্যাচে অংশগ্রহণ করে। এতে ধারাবাহিকতার প্রশ্নে অক্ষুণ্ণ রাখা নিয়ে যে তার দক্ষতা ফের তা প্রমাণিত।

অন্যদিকে, আজকের খেলায় প্রথম বাংলা একাদশ - অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ কুমার ঘরামি, অভিষেক পোড়েল, শাহবাজ আহমেদ, অনুষ্টুপ মজুমদার সুমন্ত গুপ্ত, রোহিত, করণ লাল, আকাশদীপ মহম্মদ শামি ও মুকেশ কুমার।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande