
কলকাতা, ৩ জানুয়ারি (হি. স.) : বিজয় হাজারে ট্রফি এলিটে অসমের ৮৫ রানে হার। বাংলা দল জয়ী। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন বাংলা দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। টসে হেরে বাংলা দল ৭/৩২০ রান। উইকেট পতন বাংলা দলের - ১/১১, ২/৭৫, ৩/১৪৪, ৪/২০৫, ৫/২৩৪, ৬/২৪৪ ও ৮/২৬১ রান। অসমের চারজন বোলার - আকাশ সেনগুপ্ত, অভিনব চৌধুরী, রিহুল সিং ও আব্দুল আজিজ কুরেশি মোট ৭ টি উইকেট তোলে। এদিকে, বড় রানের সুবাদেই এর জবাবে ২৩৫ রানে অসম দলের সকলেই আউট হয়েছে। একনজরে পরিসংখ্যান অসমের উইকেট পতন যথাক্রমে-২/১, ৪৭/২, ৩/৭১, ৪/১১২ এবং ৫/১৪৫ রানে। এদিনের খেলায় উল্লেখযোগ্য বিষয় হল - ১০০ ম্যাচে খেলাযর জন্য অনুষ্টুপ মজুমদার কে নিয়ে ফটোসেশনের পাশাপাশি নতুন ১০০ - লেখা বিশেষ জার্সি উপহার। উল্লেখ্য, বাংলা দলগত অবস্থান - ৫ খেলায় এই নিয়ে ৪ টি জয়ী। অসম ৫টি ম্যাচ খেলে এ পর্যন্ত একটি খেলায় জিতেছে। এদিন বাংলার কাছেও পরাজিত।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত