জল জমার অভিযোগে নিকাশি নালার কাজ বন্ধ, তৃণমূল নেত্রীর বিরুদ্ধে সিডিউল দেখানোর দাবিতে বাধা দেওয়ার অভিযোগ
দুর্গাপুর, ৩ জানুয়ারি (হি.স.) : রাস্তার উপর জল জমার অভিযোগ তুলে নিকাশি নালা তৈরির কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের এক নেত্রীর বিরুদ্ধে। শনিবার দুর্গাপুরের ২০ নম্বর ওয়ার্ডের শ্রীনগরপল্লি এলাকায় ঘটনাকে ঘিরে চরম উত
জল জমার অভিযোগে নিকাশি নালার কাজ বন্ধ, তৃণমূল নেত্রীর বিরুদ্ধে সিডিউল দেখানোর দাবিতে বাধা দেওয়ার অভিযোগ


দুর্গাপুর, ৩ জানুয়ারি (হি.স.) : রাস্তার উপর জল জমার অভিযোগ তুলে নিকাশি নালা তৈরির কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের এক নেত্রীর বিরুদ্ধে। শনিবার দুর্গাপুরের ২০ নম্বর ওয়ার্ডের শ্রীনগরপল্লি এলাকায় ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা ছড়ায়। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত নেত্রী। বিষয়টি নিয়ে কটাক্ষে সরব হয়েছে বিজেপি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের ২০ নম্বর ওয়ার্ডের শ্রীনগরপল্লি সি ব্লকের একাংশ বর্ষা এলেই জলমগ্ন হয়ে পড়ে। এই সমস্যা মেটাতে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (এডিডিএ)-এর উদ্যোগে প্রায় ৯৯ লক্ষ টাকা ব্যয়ে সাড়ে ৪০০ মিটার দীর্ঘ হাইড্রেন ও তার উপর রাস্তা নির্মাণের কাজ শুরু হয়। গত কয়েকদিন ধরে সেই কাজ চলছিল।

অভিযোগ, নিকাশি নালা তৈরির কাজ চলাকালীন রাস্তায় জল জমতে শুরু করে। জল নিষ্কাশনের ব্যবস্থা কীভাবে হবে, তা নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয় বাসিন্দারা। সেই অভিযোগ শুনে ঘটনাস্থলে পৌঁছান তৃণমূল নেত্রী মুনমুন সরকার। তিনি কর্মরত শ্রমিকদের কাছে কাজের সিডিউল দেখানোর দাবি করেন। ঠিকাদার পক্ষের দাবি, সিডিউল দেখাতে অস্বীকার করায় বচসা শুরু হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঠিকাদারের অভিযোগ, গালাগালির পরিবেশ তৈরি হওয়ায় শ্রমিকরা কাজ বন্ধ করে দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে যান এডিডিএ-র ইঞ্জিনিয়ার উৎপল মুখোপাধ্যায়। তিনি জানান, স্থানীয়দের বাধার কারণে শ্রমিকরা কাজ করতে পারছেন না এবং সমস্যা সমাধানের সুযোগও দেওয়া হচ্ছে না। ফলে বাধ্য হয়ে কাজ বন্ধ রাখতে হয়েছে।

যদিও মুনমুন সরকার অভিযোগ অস্বীকার করে বলেন, সিডিউল অনুযায়ী কাজ হচ্ছিল না বলেই প্রশ্ন তোলা হয়েছিল। তিনি দাবি করেন, এলাকার মানুষ ফোন করে জল জমার বিষয়টি জানালে তিনি সেখানে যান এবং কেবল কাজের সিডিউল দেখতে চান।

এদিকে, ঘটনার প্রেক্ষিতে বিজেপির স্থানীয় নেতৃত্ব কটাক্ষ করেছে। বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন, তৃণমূল মানেই দুর্নীতি ও তোলাবাজি। অন্যদিকে, এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত জানিয়েছেন, ঠিকাদার সংস্থাকে রবিবার থেকে পুনরায় কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande